সবচেয়ে বেশি সমস্যা কোনটাতে? সহজ করে বলা না সহজ করে বোঝা ? কঠিন বিষয় সহজ করে দেখার মত কঠিন কাজ আর বোধহয় কিছুই নেই !কিন্তু কেন জানিনা সবাই সহজ বিষয় গুলোকে কঠিন করে দেখতে চায়, কঠিন ভাষায় বলতে চায় যেন সহজের কোনো মূল্যই নেই. সহজ মানে বোকা, সহজ মানে হারিয়ে যাওয়া শৈশব, সহজ মানে খামখেয়ালী মনের পাগলামো, সহজ মানে সকাল বেলার লেবু চা, সহজ মানে এখন অবাস্তব.........
সহজ মানে অবুঝ জীবনের হাতছানি, এই কঠিন সমাজে কঠিন জীবনের portrait যেখানে আঁকা রয়েছে সেখানে সহজ মানে অবাস্তব অনাকাঙ্খিত চিন্তা ......তাই তো সহজভাবে হাসতে চাওয়া পাগলামি , সহজ ভাবে বাঁচতে চাওয়া বোকামি সহজভাবে বলতে চাওয়া ধৃষ্টতা কোনো কিছুই সহজ নেই আজকাল.......এই কঠিন জীবনে সহজভাবে শুধু দুটো জিনিস পাওয়া যায় , না চাইতেই এই জীবন আর জীবনকে বোঝার মাঝে হুট করে চলে আসা মৃত্যু.....এই দুটো fundamental জিনিস ছাড়া সবই বড় কঠিন.......
No comments:
Post a Comment